বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | Bengal: রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে সরব তৃণমূল

Rajat Bose | ০৪ ডিসেম্বর ২০২৩ ১৪ : ৫৫Rajat Bose


বীরেন ভট্টাচার্য, দিল্লি: শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকেই রাজ্যের বকেয়া পাওনা আদায়ের দাবিতে সরব তৃণমূল। আজ লোকসভায় জিরো আওয়ারে বিষয়টি তুলে ধরেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ ব্যানার্জি। মনরেগা, আবাস যোজনা, স্বাস্থ্য মিশনের মতো প্রকল্পগুলিতে রাজ্যের বিপুল পরিমাণ বকেয়া দ্রুত মেটানোর দাবি তোলেন তিনি। সুদীপ ব্যানার্জির অভিযোগ, রাজ্যকে আর্থিকভাবে অবরুদ্ধ করে উন্নয়নের কাজ থমকে দিচ্ছে মোদি সরকার। দলের প্রবীণ সাংসদ সৌগত রায়ও একই দাবিতে সরব হন। 

সুদীপ ব্যানার্জি বলেন, ‌‌‘‌মনরেগা, আবাস যোজনা, জাতীয় স্বাস্থ্য মিশনের মতো প্রকল্পগুলিতে রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার যত টাকা বরাদ্দ করেছে, সেই সমস্ত টাকা আটকে রাখা হয়েছে গত ২ বছর ধরে। রাজ্যের বকেয়া টাকার পরিমাণ ৮,০০০ কোটি টাকা।’‌ বকেয়া আদায়ের দাবিতে ইতিমধ্যেই দিল্লিতে এসে আন্দোলন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ অন্যান্য সাংসদরা। সুদীপ ব্যানার্জি বলেন, ‘‌আমরা কয়েকজন সাংসদ এবং মন্ত্রী দিল্লিতে এসেছিলাম কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে। অবাক করার বিষয়, আমাদের ২ ঘণ্টা অপেক্ষা করানো হল, চা পানের প্রস্তাব দেওয়া হল। আড়াই ঘণ্টা কেটে যাওয়ার পর আমরা যখন দেখা করতে গেলাম, তিনি চলে গেলেন।’‌ তিনি স্পষ্ট বলেন, ‘‌আমাদের প্রবীণ সাংসদদের গায়ের জোরে তুলে নিয়ে যাওয়া হল ২০ কিলোমিটার দূরের থানায়। আমার আবেদন, কোনও দেরি না করে বকেয়া টাকা দেওয়া হোক।’‌ সুদীপের কথায়, ‘‌আমরা বিষয়টি প্রধানমন্ত্রীর কানে পৌঁছে দিতে চাই এবং অর্থনৈতিক অবরোধ তুলে দেওয়ার দাবি জানাচ্ছি।’‌ একই দাবিতে, সরব হন সৌগত রায়। তিনি বলেন, ‘‌মনরেগা খাতে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের বকেয়ার অঙ্ক বর্তমানে ৭ হাজার কোটি টাকার বেশি। বাংলার মানুষের দুঃখ যে, কেন্দ্রীয় সরকার তাঁদের বঞ্ছিত করছে।’‌ 

সুদীপ ব্যানার্জির দাবির পাল্টা সরব হন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের টাকা নয়ছয় করার অভিযোগ তোলেন তিনি। মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা। পরে সাংবাদিকদের সুদীপ ব্যানার্জি বলেন, ‘‌মন্ত্রী রাজনীতি করলেন। প্রথম কথা, আমি যে বিষয়গুলি তুলেছি, মনরেগা, স্বাস্থ্য মিশন, আবাসন। এগুলি নিয়ে জবাব দেবেন এই সমস্ত দপ্তরের মন্ত্রী। ধর্মেন্দ্র প্রধান জবাব দিতে শুরু করলেন। আমি আশ্চর্য হলাম। এই বিষয়টি এখানেই শেষ হবে না। অতিরিক্ত বাজেট নিয়ে আলোচনায় আমরা বিষয়গুলি তুলব। প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রস্তুত, মুখ্যমন্ত্রী আসতে প্রস্তুত। যে জবাব আজ দেওয়া হয়েছে, সংখ্যাগরিষ্ঠতার দম্ভের জোরে, সেটি গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।’‌ 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

একেই বলে প্রকৃত ভালবাসা, স্বামীকে বাঁচাতে ৪০ ফুট গভীর কুয়োয় ঝাঁপ মহিলার! ...

চাকরি করেও কি ৫ কোটি টাকা জমানো সম্ভব! উপায় বাতলে দিলেন গুরুগ্রামের এক ব্যক্তি...

জোমাটোর নাম বদল, বদলে গেল সংস্থার লোগো-ও

নার্সের অবাক কীর্তি, শিশুর গালে ক্ষত সেলাই না করে জুড়লেন ফেভিকুইক দিয়ে!...

দেড় কিলোমিটার লম্বা! এই দেশেই রয়েছে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম, কোথায় জানেন?  ...

দিল্লিতে পালা বদলের ইঙ্গিত দিল এক্সিট পোল, আপকে সরিয়ে ২৭ বছর পর ক্ষমতায় আসতে পারে বিজেপি...

মানুষকে হাসান, কিন্তু নিজের মুখে হাসি নেই, কৌতুকশিল্পী সিদ্ধার্থসাগরের...

৫০০ বোনের জন্য বিরাট কাজ করলেন শিল্পপতি গৌতম আদানি, অবাক হয়ে দেখল দেশবাসী...

'সিসিটিভি-তে আমার বাড়ি কেন দেখা যাচ্ছে', প্রশ্ন তুলে প্রতিবেশীকে গুলি করে মারলেন ব্যক্তি...

ভারতে কোথা থেকে ছড়াচ্ছে গুলেন বেরি, সমীক্ষা থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য...

সরগরম রাজধানী, দিল্লি ভোটের আগে কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর ...

ডাকাতির টাকায় বান্ধবীর জন্য কলকাতায় ৩ কোটির বাড়ি, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত ...

দিল্লি বিধানসভা ভোট ২০২৫: ঝাড়ু-পদ্ম-হাত শিবিরের জোর টক্কর, গেম-চেঞ্জার হতে পারে কোন বিষয়গুলি?...

ভারতরত্নের সঙ্গে কলকাতার একটি যোগ রয়েছে, আপনি কী জানেন ...

টাটা মোটরসের নতুন পদে রতন টাটার ‘‌বন্ধু’‌, কে তিনি? জানুন তাঁর পরিচয় ...



সোশ্যাল মিডিয়া



12 23